BD Yellow Pages

জাতীয় জাদুঘর


বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশে রাজধানী ঢাকা শহরে অবস্থিত, দেশের প্রধান জাদুঘর। এটি মার্চ ২০, ১৯১৩ খিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ৭ আগস্ট, ১৯১৩ খিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৯৮৩ খিস্টাব্দের ১৭ নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদঘরের মর্যাদা দেয়া হয়। পরবরতিকালে এটিকে শাহবাগে স্থানান্তর করা হয়। জাদুঘরটি শাহবাগ মড় এর কাছে পিজি হাসপাতাল, রমনা পার্ক ও চারুকলা ইন্সটিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও বিশ্ব-সভ্যতা ইত্যাদি বিষয়ে আলাদা প্রদর্শনী রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগারও রয়েছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন প্রান্তের জাদুঘরগুলো পরিচালিত হচ্ছে। সেগুলো হচ্ছেঃ • আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা। • শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ। • ওসমানী জাদুঘর, সিলেট। শাহবাগ জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে ৪.৩০ পর্যন্ত খোলা থাকে সর্বসাধারণের জন্য। শুধু শুক্রবার বিকাল ৩ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার জাতীয় জাদুঘর বন্ধ থাকে। Dhaka Museum established in 1913, was renamed as the national Museum and shifted to its new building at Shahbag in 1983. It has forty galleries under four departments, namely (1) Natural history, (2) History and Classical Art, (3) Ethnography and Decorative art and (4) Contemporary art and world civilization. The Museum contains a large number of interesting collection of Bangladesh’s Hindu, Buddhist and Mughal past. Remarkable among the exhibits are: a mat made from Ivory, beautiful and fine embroidaries (Nakshikantha), piece of muslin clothes, a huge number of black stone images, coins of 2nd& 3rd century B.C. and “Liberation gallery”. It is open Saturday-Wednesday from 10:00 am to 4:30 pm, Friday from 3:00pm to 7:00 pm and is closed on Thursday.