BD Yellow Pages

জাতীয় স্মৃতিসৌধ (The National Memorial)


জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে নিবাদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর আছে। বিদেশি রাষ্ট্রনায়করা সরকারি বাংলাদেশে সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ধাকা-আরিচা মহাসড়কের পাশে নবিনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করা হয়। ১৯৭৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহন করেন এবং নকশা আহবান করা হয়। ১৯৭৮ এর জুন মাসে ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। ১৯৭৯ খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ খিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। ২০০২ খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, ম্যুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। এখানে বাংলাদেশ সফরকারি দেশের রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে স্মারক বৃক্ষ লাগিয়ে থাকেন। স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণের সর্বমোট আয়তন ৮৪ একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে ২৪ একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। সৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে বড় এই ক্রমে সাজানো হয়েছে। এই সাত জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায়কে নির্দেশ করে। ১৯৫২-র ভাষা আন্দোলন, ১৯৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬-র শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬-র ছয় দফা আন্দোলন, ১৯৬৯-র গণ-অভ্যূথান, ১৯৭১-র মুক্তিযুদ্ধ – এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। Jatiyo Sriti Soudho or National Martyrs’ Memorial is a monument in Bangladesh. It is the symbol of the velour the sacrifice of those killed in the Bangladesh Liberation War of 1971, which brought the independence of Bangladesh from Pakistani rule. The monument is located in Savar, about 35km north-west of the capital, Dhaka. It was designed by Syed mainul Hossain. The monument is composed of 7 isosceles triangular pyramid shaped structures, with the middle one being the tallest. The highest point of the monument is 150 feet. There is an artificial lake and several mess graves in front of the main monument. National Martyrs’ Memorial is located in Savar, about 35 km north-west of Dhaka, symbolizes the valour and sacrifice of martyrs who sacrificed their lives for the liberation of Bangladesh. A national competition was held for the design of the project in june 1978. Among the fifty-seven competitors Architect Syed Moinul Hossain’s design proposal was selected. The main monument is composed of seven isosceles triangular planes each varying in size it its height and base. The highest one has the smallest base while the broadest base has the lowest height. The planes are folded at the middle and placed one after another. The highest point of the structure reaches 150 feet. This unique arrangement of the planes has created a structure that seems to change its configuration when viewed from different angles. The architect has used concrete for the monument while all the other structures and pavements of the complex are made of red bricks. Use of different materials has added to the gravity of the monument. The whole complex is spread over an area of 34 hectares (84 acres) which is again wrapped around by a green belt of 10 hectares (24.7 acres). Several mass-graves and a reflection water bodz are placed in front of the monument. Once one enters the complex through the main gate he or she can see the monument axially but to reach it one has to walk through different ups and downs of pavements and cross an artificial lake by a bridge-all these represent the struggle for independence. The project was constructed in three phases. The first one, begin in 1972, involved in acquiring land and constructing road for the project at a cost of Tk 2,600,000. During the second phase, 1974-1982 Tk 37,700,000 were spent in order to build the mass-graves, helipad, parking space, pavements etc. I the third phase, began in August 1982, the main structure was built apart from the artificial lake, green belt, cafeteria, housing etc. The third phase required Tk 84,865,000 lacs. The public Work Department of the Government of Bangladesh supervised the construction of the project.