BD Yellow Pages

ঢাকা চিড়িয়াখানা (Dhaka Zoo)


ঢাকার মিরপুরে স্থাপিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসাবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবরতিকালে ১৯৭৪ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় ১৯৭৪ সালের ২৩ জুন। বছরে প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ঢাকা চিড়িয়াখানার ভেতর রয়েছে দুটি লেক একটি শিশু পার্ক ও একটি প্রাণী জাদুঘর। কেবলমাত্র পশুপাখি দেখার জন্য সবাই যে ঢাকা চিড়িয়াখানা ভ্রমণে যায় তা নয়, এর অসাধারণ প্রাকৃতিক বন-বনানী অনেকটা গহীন অরণ্যের সাথে তুলনা করা চলে। এই প্রাকৃতিক পরিবেশের সাথে তাল মিলিয়ে যখন বন্য প্রাণীর ডাক ভেসে আসে মনে হয় আফ্রিকার জঙ্গল বা সুন্দরবনের কোথাও হারিয়ে গেছি। আমার কাছে ঢাকা শহরের যে আকর্ষণ তা অনেকটা চিড়িয়াখানার জন্যই। তুরাগ নদের ঠিক দক্ষিণ অংশে মিরপুর চিড়িয়াখানার অবস্থান। বিশাল একটি অংশ নিয়ে একে গড়ে তোলা হয়েছে। ঢাকা চিড়িয়াখানার সাথে অন্য কোন দেশের অন্য কোন চিড়িয়াখানার তুলনা চলেনা। অন্যান্য চিড়িয়াখানার পশুপাখিদের একটি জায়গায় পাশাপাশি রাখা হয় প্রদর্শনের জন্য কিন্তু ঢাকা চিড়িয়াখানায় আপনাকে হাটতে হবে প্রাকৃতিক পরিবেশের ভেতর দিয়ে। এর ভেতর রয়েছে খাবার হোটেল ও রেস্টুরেন্ট। যদিও সেখানে দাম একটু চড়া কিন্তু সেখানকার প্রাকৃতিক পরিবেশের মাঝে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। চিড়িয়াখানার দক্ষিণে হাতি ও ঘোড়া যেখানে নির্দিষ্ট টিকিটের বিনিময়ে আপনি তাদের পিঠেও চড়তে পারবেন। মিরপুর চিড়িয়াখানার প্রবেশ মূল্য দশ টাকা। টিকিটের পেছনে যদিও লেখা আছে আপনি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন না কিন্তু মোবাইলে ক্যামেরা থাকার কারণে আপনি ভেতরের ছবি খুব সহজেই তুলতে পারবেন। রোববার ছাড়া অন্যান্য দিন চিড়িয়াখানা খোলা থাকে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক ছুটি।