BD Yellow Pages

ন্যাশনাল পার্ক ভাওয়াল গাজিপুর


সরকারি পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম হল গাজীপুরের এ ভাওয়াল উদ্যান। গাজীপুর সদর অ শ্রীপুর থানা জুড়ে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ঢাকা শহর হতে ৪০ কি.মি. এবং গাজীপুর সদর অ কাপাসিয়া হতে ২০ কি.মি. দূরে এটি অবস্থিত। এখানে রয়েছে বড় একটি মাঠ। তাছাড়া রয়েছে এখানে একটি চিড়িয়াখানা। পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে ৬,৪৭৭ হেক্ট্র জমিতে ১৯৭৩ সালে এ উদ্যান সরকারিভাবে গড়ে তোলা হয়। নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিদিন শত শত লোক জড় হয় এখানে। ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হলো শাল। এছাড়াও নানারকম গাছ-গাছালিতে পরিপূর্ণ এ উদ্যান। জাতীয় উদ্যানের ভেতরে বেশ কয়েকটি বনভোজন কেন্দ্র, ১৩টি কটেজ ও ৬টি রেস্ট হাউজ রয়েছে। উদ্যানে প্রবেশমূল্য জনপ্রতি ৬ টাকা। এছাড়া পিকনিক স্পট ব্যভার করতে হলে, বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং দিয়ে আসতে হবে। ঢাকা হতে ময়মনসিংহ, কাপাসিয়া ও শ্রীপুর গামী যে কোন বাসে করে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে নামা যায়। তা ছাড়া ঢাকা হতে সরাসরি ট্যাক্সি বা মাইক্রোবাস ভাড়া করেও যাওয়া যেতে পারে এখানে। স্পট বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ মহাখালী বনবিভাগঃ ০২-৮৮১৪৭০০, ৮৮৩৩৭০০