BD Yellow Pages

পুরাতন হাইকোর্ট ভবন


পুরাতন হাইকোর্ট ভবন যদিও দেখার মতো কোন গুরুত্বপূর্ণস্থান নয় তবুও এর প্রাচীন স্থাপত্বশৈলী আমাদের স্তম্ভিত করে। এর চেহারা অনেকটা হোয়াইট হাউজের মতো। হোয়াইট হাইজের মতো এর সামনেও আছে লন যেখানে প্রতি ঈদে বিশাল জামাত হয়। একে বলা হয় তখন জাতীয় ঈদগাহ ময়দান। এছাড়া সেখানে আছে একটি মাজার যাকে হাইকোর্টের মাজার বলে সবাই চেনে। এটি কোন টুরিস্ট স্পট নয়। তবুও এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে প্রতি বছর। এটি কার্জন হলের সামনে ও বাংলাদেশ শিশু একাডেমীর পাশে অবস্তিত।