BD Yellow Pages

ফ্যান্টাসি কিংডম (Fantasy Kingdom)


ফ্যান্টাসি কিংডম একটি বিনোদন পার্ক। এ বিনোদন পার্কে রয়েছে নানা ধরনের রাইড। রয়েছে লেক, রেস্তোরা, বিশ্রামাগার ও রিসোর্ট। রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। ঢাকার অদূরে সাভার আশুলিয়া এলাকায় প্রায় ২০ একর জায়গার উপর ২০০২ সালে বাংলাদেশের প্রথম থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এর যাত্রা শুরু। এটি নির্মাণ ও তত্বাবধানকারি প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ। ঢাকা থেকে আশুলিয়া যেতে বাসে সময় লাগে ৪৫ মিনিট। ফ্যান্টাসি কিংডম ঢাকার কাছাকাছি ঘুরে আসার জন্য একটি ভাল স্থান। ঢাকা থেকে এই ফ্যান্টাসি কিংডমে যাওয়া আসার জন্য রয়েছে- মঞ্জিল পরিবহণ ও ফ্যান্টাসির নিজস্ব বাস। এখানে রয়েছে হেরিটেজ পার্ক। রাইডগুলোতে চড়তে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত লাগে। কনকর্ড এন্টারটেইনমেন্ট কো.লি.-এর এক অনবদ্য সৃষ্টি ফ্যান্টাসি কিংডম। বিশ্বমানের আদলে গড়া উত্তেজনার সব রাইড নিয়ে এই পার্ক তৈরি করা হয়েছে। বিনোদন পিপাসু যে কোন বয়সের দর্শকদের জন্য এই পার্কটি অত্যান্ত আনন্দের। এখানে রয়েছে দুই ধরনের প্যাডেল বোটসহ মজার সব রাইড। এই পার্কে সবচেয়ে উত্তেজনাকর ও জনপ্রিয় রাইড হলঃ রোলার কোস্টার। এছাড়াও রয়েছে জায়ান্ট ফ্লু, সান্তা মারিয়া, মাজিক কার্পেট, ওয়ার্লিবার্ড, হ্যাপি ক্যাঙ্গারু, বাম্পার কার, বাম্পার বোট, জিপ অ্যারাউন্ড, পানি এ্যডভেঞ্চার, ইজি ডিজি, জুজু ট্রেন ইত্যাদি। খাওয়ার জন্য রয়েছে তিন তারকা মানের আশু ক্যাসেল রেস্টুরেন্ট ও ওয়াটার টাওয়ার ক্যাফে। এছাড়া আরও ছোট ছোট ফুডকোর্ট তো আছেই। গিফট ও কেনাকাটার সুব্যবস্থাও রয়েছে এখানে। বছরের বিশেষ দিন ছাড়াও বিভিন্ন সময়ে দর্শকদের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় কনসার্ট ও বিশেষ অনুষ্ঠানের। এখানে গাড়ি পার্কিং সুবিধাসহ রয়েছে সুসজ্জিত বিশেষ নিরাপত্তা বাহিনী। দর্শনার্থীদের সুবিধার্থে পার্ক কর্তৃপক্ষ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা রাখার ব্যবস্থা করেছে। ফ্যান্টাসি কিংডম এর পাশেই ওয়াটার কিংডম ও হেরিটেজ পার্ক। সব জায়গাতেই আলাদা আলাদা টিকিট করে ঢুকতে হবে। ফ্যান্টাসি কিংডমের রাইডের সংখ্যা ১১ কি ১২ টার মতন। আলাদা আলাদা ভাবে ফ্যান্টাসি কিংডমে খরচ পড়বে ৭০০ টাকার মত, আপনি প্যাকেজ নিতে পারেন ৫০০ টাকার। তাহলে ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডম প্রবেশসহ ফ্যান্টাসি কিংডমের ৯টি রাইড আপনার জন্য অপেক্ষা করবে। তবে প্রথমবার গেলে সেটা না করায় ভাল। কারন আপনার জানা নেই কোন্টির বিনোদন কিরকম হবে। অনেক রাইড আছে যেগুলো অধিকভীতি সম্পন্ন, অপ্রকৃতিস্থ, গর্ভবতী ও হ্রদরোগীদের জন্য বড়ই বিপদজনক বলে তারা দাবী করে। সুতরাং সেখানে প্রবেশের পর আপনি যাচাই বাছাই করে তারপর পছন্দ করে নিবেন কোনটি আপনি সহ্য করতে পারবেন। আমার পরামর্শ হলো ফ্যান্টাসিতে যাবার আগে অবশ্যই হেরিটেজ পার্কে গিয়ে সেখানকার হাল্কা উত্তেজনাকর রাইডগুলো চড়ে নেওয়া, সেটাই সম্ভবত আপনাকে বেশি সুখ দিবে বলে আমার ধারণা। হেরিটেজ পার্কের সব রাইডগুলোর প্যাকেজ একত্রে ৮০ টাকা। আপনি আলাদাভাবে চড়তে পারেন, কিন্তু তার জন্য আপনাকে অনেক বেশি টাকা গুনতে হবে। তবে আর কিছুতে না চড়লেও বোট টা কোন অবস্থাতেই বাদ রাখবেন না। বিকালের পড়ন্তবেলাতে বোটের উপর নিজের নিয়ন্ত্রণ আনার চেষ্টা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। ফ্যান্টাসিতে প্রায়ই কনসার্ট হয়, ভাগ্য ভাল হলে রথ দেখার সাথে কলা বেচাটাও সম্পন্ন হতে পারে। কিংডমগুলোর পসরা আপনার জন্য থাকবে রাত ১০টা পর্যন্ত। অতঃপর থাকতে গেলে আপনার ফিরে আসার চিন্তা বাদ দিয়ে রাখাই ভাল। একা কোথাও না যাওয়াটাই শ্রেয়। তাই সঙ্গে প্রিয়জনকে রাখুন। যেভাবে যাবেনঃ মতিঝিল থেকে ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে ৩০ মিনিট পর পর বাস ছেড়ে যায়। ভাড়া ৩৫ টাকা। প্রতিদিন খোলা। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহের অন্যদিনে সকাল ১১টা থেকে রাত ৯টা।