বাইতুল মোকাররম জাতীয় মসজিদ
এটি ঢাকার পুরানো পল্টনে অবস্থিত একটি বড় এবং বিখ্যাত মসজিদ। এটি অবশ্য আগে মসজিদ ছিল না। এটি ছিল একটি ব্রিটিশ অফিস যা পরবর্তীকালে মসজিদ হিসাবে রুপান্তরিত হয়। অসাধারণ সুন্দর দেখতে ও কারুকার্যময় এই বিশাল মসজিদটিতে একসাথে বহু মানুষ নামাজ পড়তে পারে। এখানে নিচ তলাতে মহিলাদের নামাজ কক্ষও রয়েছে। এর সাথের মার্কেটটি বাইতুল মোকাররম মার্কেট নামে পরিচিত। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সদর দপ্তরটি এখানে অবস্থিত। এই মসজিদে রয়েছে দক্ষিণের প্লাজা সহ সুইমিং পুল যেটি নামাজের সময় অজু করার জন্য ব্যবহার করা হয়। এখানে একসাথে ৪০,০০০ মানুষ নামাজ পড়তে পারে।