BD Yellow Pages

বসুন্ধরা সিটি শপিং মল


বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল। বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত এই বহুতল ভবনটি আধুতিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। বসুন্ধরা সিটি ভবনটি একটি ২১তলা বিশিষ্ট ভবন। যার নিচের ৮টি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসাবে ব্যবহার করা হয়। ভবনের বিপণী বিতান অংশে প্রায় ২,৫০০টি দোকানের জায়গা রয়েছে। এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা, মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীর চর্চা কেন্দ্র, মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং উপরের তলাতে শিশুদের বিনোদন কেন্দ্রসহ একটি খাবারের রেস্তোরাঁ। ছাদে বাগানসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতান্টি ঢাকার নগরীর আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসাবে বিবেচিত। প্রায় ২৫,০০০ লোক প্রতিদিন এই বিপণী বিতান পরিদর্শন করে। এটি বাংলাদেশে পশ্চিমা ঢঙে নির্মিত প্রথম বহুতল বানিজ্যিক ভবন। ১৯৯৮ সালে ভবন্টির নির্মাণকাজ শুরু হয় এবং ২০০৪ সালে ৬ই আগস্ট তারিখে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশে অবস্থিত সর্ববৃহৎ শপিং মল এখন এটি। সোনারগাঁ হোটেলের নিকটবর্তী সার্ক ফোয়ারার পশ্চিম দিকের রাস্তা দিয়ে ৫০ গজ এগিয়ে হাতের ডান পাশে বসুন্ধরা সিটি শপিং মল অবস্থিত। ঠিকানাঃ বসুন্ধরা সিটি শপিং মল, ১৩/ক/১ পান্থপথ, ঢাকা-১২০৫। এই শপিং মলটি সকাল ৯.৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। তবে ফাস্ট ফুডের দোকানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। শপিং মলটির সাপ্তাহিক পূর্ণ দিবস বন্ধ থাকে মঙ্গলবার এবং অর্ধ দিবস বন্ধ থাকে বুধবার। শপিং মলটির ৮ম তলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স সপ্তাহে সাতদিনই খোলা থাকে। মার্কেটটি ১০ তলা বিশিষ্ট। মার্কেটের মধ্যে বর্তমানে ২৯০০টি দোকান রয়েছে। ব্লক রয়েছে ৪টি। এ-ব্লক মার্কেটের দক্ষিণ-পশ্চিম কোণে, বি-ব্লক মার্কেটের পূর্ব-দক্ষিণ কোণে, সি-ব্লক মার্কেটের পূর্ব কোণে এবং ডি-ব্লক মার্কেটের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। এই শপিং মলে ২ তলা বিশিষ্ট আন্ডারগ্রাউন্ড রয়েছে। শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের দক্ষিণ পাশে প্রবেশের জন্য মোট ৩টি গেইট রয়েছে। পূর্ব ও পশ্চিম পাশে একই মাপের ২টি এবং মাঝখানে বড় টি গেইট রয়েছে। এছাড়া শপিং মলের দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্ব দিক দিয়ে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করা যায়। আন্ডারগ্রাউন্ড থেকে ২টি লিফটের সাহায্যেও শপিং মলের যে কোন ফ্লোরে যাওয়া যায়। অনুসন্ধান কেন্দ্রটি গ্রাউন্ড ফ্লোরের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত। এছাড়া পঞ্চম তলায় শপিং মল কর্তৃপক্ষের একটি কাস্টমার কেয়ার পয়েন্ট রয়েছে। বসুন্ধরাতে তিন ধরনের লিফট ও সিঁড়ি রয়েছেঃ বড় লিফট, ক্যাপসুল লিফট ও এসকেলেটর (চলন্ত সিঁড়ি)। শপিং মলের মধ্যে ১২টি বড় লিফট আছে। প্রতিটি লিফটের ধারন ক্ষমতা ২২ জন। শপিং মলের দক্ষিণ-পশ্চিম কোণে ২টি, পশ্চিম-মধ্যস্থানে ২টি, পশ্চিম-উত্তর কোণে ২টি, উত্তর-মধ্যস্থানে ২টি, পূর্ব-মধ্যস্থানে ২টি এবং পূর্ব-দক্ষিণ কোণে ২টি করে লিফট আছে। মার্কেটের মধ্যে ৬টি ক্যাপসুল লিফট আছে। প্রতিটি লিফটের ধারন ক্ষমতা ৮ জন। শপিং মলের একেবারে মাঝখানের পূর্ব ও পশ্চিম পাশে ২টি করে মোট ৪টি, দক্ষিণ-পশ্চিম পাশের বি-ব্লকে ১টি এবং দক্ষিণ-পশ্চিম পাশের এ-ব্লকে ১টি ক্যাপসুল লিফট আছে। এই শপিং মলে ৩টি এসকেলেটর (চলন্ত সিঁড়ি) আছে। প্রথম সিঁড়ি আছে ভবনের মধ্যখানে। দ্বিতীয় সিঁড়ি আছে ব্লক ‘এ’ এবং ব্লক ‘ডি’ এরমধ্যখানে। তৃতীয় সিঁড়ি আছে ব্লক ‘বি’ এবং ব্লক ‘সি’ এর মধ্যখানে। এই এসকেলেটর (চলন্ত সিঁড়ি) গ্রাউন্ড ফ্লোর থেকে ৮ম তলা পর্যন্ত বিস্তৃত। শপিং মলের মধ্যে মোট ৪টি বুথ আছে। ২য় তলায় দক্ষিণ-পশ্চিম পাশের ‘এ’ ব্লকে সোস্যাল ইসলামী ব্যাংকের ১টি, ৩য় তলায় মিউচ্যুয়াল ব্যাংকের ১টি, ৭ম তলায় ‘এ’ এবং ‘ডি’ ব্লকের পূর্ব পাশে ১টি এবং ৮ম তলায় ‘এ’ এবং ‘ডি’ ব্লকে ডাচ বাংলা ব্যাংক এর ১টি এটিএম বুথ আছে। শপিং মলের ২য় তলার দক্ষিণ-পশ্চিম পাশের ‘এ’ ব্লকে মহিলাদের নামাযের জায়গা আছে। ৬ষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশে এ ব্লকে পুরুষদের নামাযের জায়গা আছে। প্রত্যেক ফ্লোরে পুরুষদের জন্য ৩টি এবং মহিলাদের জন্য ৩টি করে মোট ৬টি টয়লেট আছে। প্রত্যেক ফ্লোরের এ ব্লকে ২টি, বি ব্লকে ২টি এবং ডি ব্লকে ২টি করে মোট ৬টি টয়লেট আছে। টয়লেটগুলোতে টিস্যু এবং হ্যান্ডয়াশের ব্যবস্থা আছে। শপিং মলের আন্ডারগ্রাউন্ডে ১২০০টি কার পার্ক করা যায়। কার, মাইক্রোবাস এবং জীপ ঘন্টা প্রতি পার্কিং চার্জ ৩০টাকা। হোন্ডা সারাদিন ২০টাকা। প্রশিক্ষিত ৫০ জনের ফায়ার ফাইটিং টিম আছে। পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র আছে। এছাড়াও ফায়ার ইমারজেন্সি এক্সিটের জন্য প্রতি ফ্লোরে ৪টি করে ফ্যার এক্সিট। নিরাপত্তার জন্য প্রশিক্ষিত ৪৫০ জন নিরাপত্তা কর্মী আছে। প্রতি ফ্লোরে পর্যাপ্ত সি সি ক্যামেরা। আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডমেটাল ডিটেক্টর। এই শপিং মলে আরো আছে বাচ্চাদের টগি ওয়ার্ল্ড, খেলার জন্য পুল জোন এবং ব্যায়াম করার জন্য জিম। এই শপিং মলটি কেন্দ্রিয় ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। লোডশেডিং এর সময় নিজস্ব জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, লিফট এবং এসকেলেটর চালু রাখা হয়। পরিস্কার পরিছন্নতার জন্য এই শপিং মলে প্রশিক্ষিত ৩০০ জন পুরুষ ও মহিলা সুইপার রয়েছে। ঢাকা তথা বাংলাদেশের সকল ব্র্যান্ড আইটেমের দোকান/শোরুম আছে এই শপিং মলে। এর কোনটি সিঙ্গেল দোকান আবার কোনটি পুরো ব্লকের অর্ধেক নিয়ে গড়ে উঠেছে।