BD Yellow Pages

কদম রসূল দরগাহ, বন্দর, নারায়ণগঞ্জঃ


নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় নবীগঞ্জ নামক স্থানে সুউচ্চ কদম রসুল দরগাহ অবস্থিত। উক্ত দরগাহে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর কদম মোবারক এর চিহ্ন সম্বলিত একটি পাথর আছে এবং এর জন্যই দরগাহ এর নামকরণ হয়েছে কদমরসুল দরগাহ।