Barisal City Corporation
সুদূর অতীতে দক্ষিণ বঙ্গের মানুষের জীবন ধারনের একটি অন্যমত মাধ্যম ছিল লবন ব্যবসা। এর কারণেই বিলুপ্ত সুগন্ধা আজকের কীর্তনখোলা নদীর তীরে গড়ে উঠেছিল একটি ছোট্ট বন্দর। সতের শতকের মাত্র ৬৮ একর জমির উপর গড়ে উঠা এ বন্দরটির নাম ছিল গিরদে বন্দর। লবন ব্যবসায়ী ও জেলেরা বাস করত এই বন্দরে। কালের বিবর্তনে বড় বড় লবনের গোলা এবং শুল্ক আদায়ে বড় চৌকি গড়ে ওঠে এখানে। ইংরেজ বণিকরা এ গিরদে বন্দরকে বড়িসল্ট বলত যা পরবর্তীকালে বরিশাল নাম পরিচিতি লাভ করে। বরিশাল নামকরণ নিয়ে একটি রূপকথার গল্প প্রচলিত আছে। মিঃ বেরী নামের এক পর্তুগীজ এক বিদূষী কন্যা শেলীর প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে। এ সংবাদ শুনে শেলীও আত্মহত্যা করে। উভয়কে শিবপুর বিল্ডিং এর পার্শ্বে কবর দেয়া হয়। মিঃ বেরী ও শেলীর নামানুসারে গিরদে বন্দরের নাম করণ করা হয় বরিশাল চন্দ্রদ্বীপ। রাজবংশের রাজা রামচন্দ্র সাহা পাশায় রাজধানী প্রতিষ্ঠার পর গিরদে বন্দরের চারিধারে জনবসতি গড়ে উঠতে থাকে। কাউনিয়া, আমানতগঞ্জ, কাশিপুর, জাগুয়া, বগুড়া-আলেকান্দাসহ প্রায় সব এলাকাতেই জনপদের সৃষ্টি হয়। বরিশাল মৌজার তালুকের নাম হরিধারা নাথ মালিক দেবী চরণ ও অন্যান্য ১৮৩১ সালে সরকার মালিক রাম কানাই রায়ের নিকট থেকে বরিশাল মৌজা ক্রয় করে। বাড়ৈকরণ থেকে বাকেরগঞ্জ, বাকেরগঞ্জ থেকে ১৮০১ সালে জেলা ম্যাজিষ্ট্রেট মিঃ উইল্টনের প্রচেষ্টায় জেলা সদর বরিশাল স্থানামত্মরিত হয়। মোঘল শাসনের অমিত্মমলগ্নে উপমহাদেশের কোন কোন অঞ্চলে শহরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেয়র নিয়োগ করে শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব অর্পন করা হয়। ১৮৬৯ সালে বরিশাল শহরে টাউন কমিটি গঠন করা হয়। তদানিমত্মন জেলা প্রশাসক জে.সি প্রাইজ ছিলো টাউন কমিটির প্রথম সভাপতি। ১৯৭৬ সালে বরিশাল শহরকে মিউনিসিপ্যালিটি হিসাবে ঘোষণা করা হয়। স্থানীয় বুদ্ধিজীবীদের নিয়ে বরিশাল মিউনিসিপ্যালিটি গঠন করা হয় জনসাধারণের মধ্য থেকে প্যারীলাল রায় ছিলেন বরিশাল মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান। ২৫ বর্গকিলোমিটারের বরিশাল পৌরসভায় ওয়ার্ড সংখ্যা ছিল দশটি। ১৯৮৫ইং সনে এটি প্রথম শ্রেনীর পৌরসভাতে এবং ২০০২ সালের ২৫ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয়। ২৫ বর্গকিলোমিটার থেকে বর্ধিত এর আয়তন দাঁড়ায় ৪৫ বর্গকিলোমিটারে। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান লোক সংখ্যা প্রায় ৫ লক্ষ, ওয়ার্ড সংখ্যা ৩০টি। ৩০টি ওয়ার্ডে ৩০জন সাধারণ আসনের ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয় এবং ১০ জন সংরক্ষিত আসনের ওয়ার্ড কমিশনার (মহিলা কমিশনার) নির্বাচিত হয়। ৩০টি ওয়ার্ডের মধ্য থেকে মাননীয় মেয়র ও সম্মানিত কমিশনারগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। বরিশাল সিটি কর্পোরেশন ৩টি অঞ্চলে বিভক্ত। ৩টি বিভাগের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড পরিচালিত হয়।Barisal City Corporation Nagar Bhaban, Barisal-8200,Tel: +88-0431-65000,Fax: +88-0431-63415 Email: info@barisalcity.gov.bd Web: www.barisalcity.gov.bdPhone: Tel: +88-0431-65000
Email: info@barisalcity.gov.bd,
Barisal City Corporation Contact
Address: | Nagar Bhaban,Fazlul Haque Avenue, Barishal Sadar, Barishal, Bangladesh. |
Phone: | 0431-65000,0431-64252 |
Fax: | 0431-63415 |
E-mail: | info@barisalcity.gov.bd |
Website: | http://barisalcity.gov.bd Click to View |
Time: | 10am To 8pm (Business hours / Bangladesh) |
Disclaimer:
BD Yellow Pages is a Business directory. We are trying to provide correct information collected from authentic sources, that updates yearly. But, we can not guarantee all information is accurate. So, do not make any transactions based on the provided information. Do validation and verification for your activity with your own responsibility. We do not have any relation with Barisal City Corporation and do not have any responsibility for this business or activity. Thank You.
BD Yellow Pages is a Business directory. We are trying to provide correct information collected from authentic sources, that updates yearly. But, we can not guarantee all information is accurate. So, do not make any transactions based on the provided information. Do validation and verification for your activity with your own responsibility. We do not have any relation with Barisal City Corporation and do not have any responsibility for this business or activity. Thank You.