Dhanmondi Lake
ধানমন্ডি লেক
ধানমন্ডি লেক এখন ঢাকার দর্শনীয় স্থানগুলোর একটি। ১৯৯৫ সালে সংস্কার করে লেকটিকে নতুন রূপ দেয়া হয়।
অবস্থান
ঢাকার হাজারীবাগ, মোহাম্মদপুর, কলাবাগান, মিরপুর রোড ও শুক্রাবাদ এই কয়েকটি এলাকার মধ্যবর্তী স্থানে ধানমন্ডি লেকের বিশাল অবস্থান। প্রত্যেকটি এলাকার সাথে ধানমন্ডি লেকের সাথে যোগাযোগের পথ আছে। ধানমন্ডিতে বেশ বড় এলাকা জুড়ে এর অবস্থান। উত্তর-পূর্ব দিকে মিরপুর রোডের অবস্থান। দক্ষিণে ধানমন্ডি ক্লাব এবং আবাসিক এলাকার অবস্থান। আর উত্তরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের অবস্থান।
সংক্ষিপ্ত বর্ণনা
গাছ-গাছালি, লেক, দৃষ্টি নন্দন লোহার সেতু ইত্যাদি মিলিয়ে লেকটি বেশ আকর্ষণীয় বলা যায়।
লোক সমাগম
বিশেষত সকালে এবং বিকালে স্বাস্থ্য সচেতন মানুষের আনাগোনা বেশ চোখে পড়ে। এছাড়া সংক্ষিপ্ত পথে পথচারী গন্তব্যে পৌছাতে অনেক পথচারী এই লেকটি ব্যবহার করেন। তাছাড়া ১লা বৈশাখের মত উৎসবের দিনগুলোতে লেকে লোক সমাগম বেশি হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রায়শ তাদের কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই লেকে।
ধানমন্ডি লেক খোলা ও বন্ধের সময়সুচী
ধানমন্ডি লেকটির নির্দিষ্ট কোন খোলা ও বন্ধের সময়সূচী নেই তবে ভোর ৫.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত দর্শনার্থী অবস্থান করতে পারবেন। লেকটিতে প্রবেশের জন্য কোন টিকেটের প্রয়োজন হয় না।
পার্কটিতে বিভিন্ন নামে চত্ত্বর আছে
আয়তনের দিক থেকে লেকটি বিশালাকৃতির হওয়ায় এবং নির্দিষ্ট কিছু সামাজিক ও রাজনৈতিক কারনে এটি বিভিন্ন নামানুসারে বিভক্ত হয়েছে।
- জিয়া চত্ত্বর
- মেডিনোভা চত্ত্বর
- স্যুটিং পয়েন্ট
- জাহাজবাড়ি পয়েন্ট
- দ্বীপ চত্ত্বর (ডায়নামিক ফুড কোর্ট)
- লেক ভিউ সাইড
- রবীন্দ্র সরোবর (মুক্তমঞ্চ)
- ডিঙ্গি বোধ ক্লাব এন্ড ক্যাফে চত্ত্বর
- সুরধনী চত্ত্বর
- ব্যাচেলর পয়েন্ট
- দ্বীপ চত্ত্বর (বজরা রেষ্টুরেন্ট)
- শতায়ু অঙ্গন
- লেকপাড় গোল চত্ত্বর
- বঙ্গবন্ধু চত্ত্বর
- শেখ রাসেল চত্ত্বর
- শিকার দ্বীপ
এছাড়া আম্রকানন, বটতলা নামক পয়েন্ট আছে।
পার্কে যেসব গাছ আছে
কৃষ্ণচূড়া, বটগাছ, রেইন্ট্রি, আমগাছ, কাঁঠাল গাছ, নিমগাছ, বকুল গাছ, কদম গাছসহ বিভিন্ন গাছ রয়েছে এই লেক সংলগ্ন পার্কে।
খাবার ব্যবস্থা
পার্কটিতে রেষ্টুরেন্ট ও ফাষ্টফুড শপ রয়েছে। এছাড়া পার্কটির প্রবেশমুখে কিছু অস্থায়ী দোকান এবং ভেতরেও ফেরিওয়ালারা চা, কফি, বাদাম, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে।
বিবিধ
সৌখিন মৎস্য শিকারীদের জন্য অর্থের বিনিময়ে মাছ শিকারের সুযোগ রয়েছে এখানকার লেকে।
Boat ridding time: 10am to 9pm.
Otherwise, everyday open for all for all time.
Dhanmondi Lake Contact
Address: | It is spread in whole Dhanmondi area, Dhanmondi 32, Dhanmondi, Dhaka, Bangladesh. |
Time: | 12am To 12am (Business hours / Bangladesh) |
BD Yellow Pages is a Business directory. We are trying to provide correct information collected from authentic sources, that updates yearly. But, we can not guarantee all information is accurate. So, do not make any transactions based on the provided information. Do validation and verification for your activity with your own responsibility. We do not have any relation with Dhanmondi Lake and do not have any responsibility for this business or activity. Thank You.