BD Yellow Pages
National Zoo

National Zoo

জাতীয় চিড়িয়াখানা

১৯৫০ সালে হাইকোর্ট চত্ত্বরে জীবজন্তু প্রদর্শনের জন্য ঢাকা চিড়িয়াখানা স্থাপন করা হয়। বন্য প্রানী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের উদ্দেশ্যে ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠা করা হয়। ১৯৭১ সালে হাইকোর্ট চত্ত্বর থেকে মিরপুরে চিড়িয়াখানা স্থানান্তর করা হয়। মিরপুরের তুরাগ নদীর তীরে ১৮৬.৬০ একর জায়গার উপর ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। দর্শণার্থীদের জন্য ১৯৭৪ইং সালে এটি উম্মুক্ত করা হয়। এখানে ১৬৫ প্রজাতীর মাংসাশী, তৃণভোজী, ক্ষুদ্র স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি ও  ফিস এ্যাকুরিয়ামের প্রাণী রয়েছে।

যোগাযোগ

ফোন: ০২- ৯০০২০২০

কিউরেটর অফিস: ৮০৩৫০৩৫, ৯০০২০২০, ৯০০২৭৩৮

জু হাসপাতাল: ০২- ৯০০৩২৫২

ফ্যাক্স: ০২- ৮০৩৫০৩৫

ই-মেইল: info@dhakazoo.org

ওয়েব: www.dhakazoo.org

সাপ্তাহিক বন্ধ: ঢাকা চিড়িয়াখানা প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে।

টিকেট মূল্য

  • এখানে প্রবেশ মূল্য ১০ টাকা।
  • প্রবেশ দ্বারে মোট ৪টি কাউন্টার রয়েছে।
  • এছাড়া প্রাণী যাদুঘরে প্রবেশ ফি প্রতিজন ২ টাকা, হাতি প্রমোদ আরোহন ৫ টাকা, ঘোড়া প্রমোদ আরোহন ৩ টাকা।
  • চিড়িয়াখানা কর্তৃকপক্ষ বরাবর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন করলে শিক্ষার্থী শিক্ষা সফরে ৫০% থেকে ১০০% পর্যন্ত ছাড় দেয়া হয়।
  • এতিম ও মানসিক, শারিরীক প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১০০% পর্যন্ত ছাড় দেয়া হয়।
  • ০ থেকে ২ বৎসরের বাচ্চাদের প্রবেশের ক্ষেত্রে টিকেট সংগ্রহ করতে হয় না।

মাছ ধরার খরচ

  • একজন লোক একজন সহকারীসহ তিনটি বড়শি দিয়ে মাছ শিকার করতে পারে।
  • সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চিড়িয়াখানার লেকে মাছ ধরা যায়।
  • এজন্য জনপ্রতি ১,০০০ টাকা চার্জ দিতে হয়।

পিকনিক স্পট

  • উৎসব ও নিরিবিলি পিকনিক স্পট সারাদিন ব্যবহারের জন্য যথাক্রমে ২,০০০ টাকা ও ১,০০০ টাকা চার্জ দিতে হয়।

প্রাণী বিক্রয়

  • বর্তমানে চিড়িয়াখানা থেকে শুধুমাত্র চিহ্নিত হরিন বিক্রি করার অনুমতি রয়েছে। এধরনের হরিন বিক্রি করার অনুমতি দিয়ে থাকে বন বিভাগের প্রধান তত্ত্ববধায়ক। এধরনের প্রতিটি হরিনের মূল্য ১৫,০০০ টাকা।
  • এছাড়া কাঁঠাল ও অন্যান্য মৌসুমী ফল নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে।

 

দর্শনার্থী করণীয়

  • প্রানীদের প্রতি দয়াশীল হতে হয়।
  • চিড়িয়াখানার কর্মচারীদের প্রতি সহযোগীতা মূলক আচরণ করতে হয়।
  • সূর্যাস্তের পূর্বে চিড়িয়াখানা ত্যাগ করতে হয়।
  • সঙ্গে আসা বাচ্চাদের নজরে রাখতে হয়।
  • চিড়িয়াখানার প্রানীদের কাছ থেকে বাচ্চাদের নিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হয়।
  • প্রানীদের খাঁচায় বা ঘরে হাত বা কাপড় দিতে হয় না।
  •  চিড়িয়াখানার প্রানীদের খাবার দিতে হয় না।

Summer: 9am to 6pm. 
Winter: 8am to 5pm. Weekend: Sunday



National Zoo Contact

Address: Mirpur 1, Mirpur, Dhaka, Bangladesh.
Phone: 02-9002020
E-mail: info@dhakazoo.org
Website: www.dhakazoo.org Click to View
Time: 9am To 6pm (Business hours / Bangladesh)
Holiday: Sunday, (Weekly)




Disclaimer:
BD Yellow Pages is a Business directory. We are trying to provide correct information collected from authentic sources, that updates yearly. But, we can not guarantee all information is accurate. So, do not make any transactions based on the provided information. Do validation and verification for your activity with your own responsibility. We do not have any relation with National Zoo and do not have any responsibility for this business or activity. Thank You.