BD Yellow Pages
Osmani Uddan

Osmani Uddan

ওসমানী উদ্যান

ঢাকার ঐতিহ্যবাহী উদ্যানগুলোর একটি ওসমানী উদ্যান।এটি প্রায় ২৩.৩৭ একর জুড়ে বিস্তৃত।

অবস্থান

ঢাকার গুলিস্তানে ঢাকা সিটি কর্পোরেশনের (নগর ভবন) বিপরীত পাশে এবং সচিবালয়ের পিছনে এটি অবস্থিত। উদ্যানটির সাথেই রয়েছে গোলাপ শাহ মসজিদ, এর পাশেই রয়েছে গোলাপ শাহ এর মাজার, রমনা ভবন, জিপিও, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রধান অফিস এবং ঢাকা ষ্টেডিয়াম।

খোলা বন্ধের সময়সূচী

প্রাতঃভ্রমণকারীদের তথা দর্শণার্থীদের জন্য এটি খোলা থাকে প্রতিদিন। গ্রীস্মকালে এটি সকাল ৫.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত এবং শীতকালে সকাল ৬.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ নেই।

সদর দরজা

উদ্যানটিতে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য মোট ৩টি সদর দরজা রয়েছে। মূল দরজাটি সিটি কর্পোরেশনের ঠিক বিপরিত পাশে, দ্বিতীয় দরজাটি রয়েছে গোলাপ শাহ মসজিদের পাশ ঘেষে এবং তৃতীয় দরজাটি ওসমানি অডিটোরিয়ামের পাশ ঘেষে।

মীর জুমলার কামান

সম্রাট আওরঙ্গজেবের প্রধান সেনাপতি মীর জুমলার কামানটি বর্তমানে ওসমানী উদ্যানের শোভা বর্ধন করে রয়েছে। কামানটি মীর জুমলা আসাম যুদ্ধে ব্যবহার করেছিলেন।

উদ্যানটির নামকরণ

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের কমান্ডার লেঃ জেঃ এম এ জি ওসমানির নামকরনে ওসমানি উদ্যান নামকরন করা হয় এবং তারই স্মরনে উদ্যানটির পাশে ওসমানি অডিটোরিয়াম নির্মাণ করা হয়।

তত্ত্বাবধান এবং নিরাপত্ত্বা ব্যবস্থা

ঢাকা সিটি করপোরেশন (নগর ভবন) উদ্যানটি তত্ত্বাবধানসহ যাবতীয় সংস্কার ও সার্বিক নিরাপত্ত্বা নিশ্চিত করে থাকে। উদ্যানটির ভেতরে রয়েছে গার্ড রুম। পুলিশ সদস্যরা সর্ব সময় সক্রিয় থাকেন। এছাড়া মাঝে মাঝে সতর্কীকরন বিজ্ঞপ্তি দেয়া হয়। কাজেই এখানে কোন ধরনের উচ্ছৃংখল বা অসামাজিক অপরাধ ঘটে না বললেই চলে।

লেক বা জলাধার

মোট ৫.৩৪ একর জুড়ে বিস্তৃত লেকদুটি উদ্যানটির অন্যতম প্রধান আকর্ষণ। লেকটিতে পর্যাপ্ত পরিমান পানি প্রবাহমান থাকায় এতে ছোট বড় প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়।

ওয়াক ওয়ে

প্রাতঃভ্রমণকারীদের জন্য রয়েছে ৩.৭৪ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ওয়াক ওয়ে।

সতর্কীকরন বিজ্ঞপ্তি

  • গাছের পাতা ও ফুল ছিড়বেন না।
  • গাছের ডালপালা ভাঙ্গা নিষেধ।
  • ময়লা আবর্জনা যত্রতত্র স্থানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন।
  • ওয়াকওয়ে দিয়ে হাটুন।
  • ঘাস মাড়াবেন না।
  • পার্কের অভ্যন্তরে মটর সাইকেল, বাই সাইকেল বা অন্যান্য যানবাহন চালানো নিষেধ।
  • উদ্যানে ভবঘুরে, বাস্তুহারা এবং ভিক্ষুক প্রবেশ নিষেধ।
  • পার্কের বেঞ্চে এবং ওয়াকওয়েতে শয়ন নিষেধ।
  • যত্রতত্র স্থানে টয়লেট করা নিষেধ।
  • রাত ৯.০০ টা থেকে ভোর ৫.০০ টা পর্যন্ত পার্কে প্রবেশ নিষেধ।
  • এখানে ধুমপান করা নিষেধ। আইনত দন্ডনীয় অপরাধ।
  • লেকে মাছ ধরা এবং গোসল করা নিষেধ।
  • অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ।
  • উল্লেখিত সতর্কবাণি অবহেলায় আর্থিক জরিমানা এবং প্রয়োজনে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

Opposite of Dhaka city corporation (Nagar Bhabon) and at the back of National Ministry office.

Summer: everyday 5am to 9pm

Winter: everyday 6am to 8pm.



Osmani Uddan Contact

Address: Opposite of Dhaka City Corporation (Nagar Bhabon), Gulistan, Dhaka, Bangladesh.
Time: 5am To 9pm (Business hours / Bangladesh)




Disclaimer:
BD Yellow Pages is a Business directory. We are trying to provide correct information collected from authentic sources, that updates yearly. But, we can not guarantee all information is accurate. So, do not make any transactions based on the provided information. Do validation and verification for your activity with your own responsibility. We do not have any relation with Osmani Uddan and do not have any responsibility for this business or activity. Thank You.